
চীনের জিনজিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বুধবার (৬ মার্চ) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ১। নিউ আকসু থেকে ১৩৩ কিলোমিটার দূরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। খবর ভলক্যানো ডিসকভারি
ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। এদিকে, এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে।
এর আগে, মঙ্গলবার (৫ মার্চ) ইরানের দক্ষিণাঞ্চলে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পটির উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে ভূত্বাত্তিক জরিপ সংস্থাটি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]