
১০ বছর আগে ২৩৯ যাত্রীসহ নিখোঁজ মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজের ঘটনায় আবারও তল্লাশি কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
৪ মার্চ, সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, নিশ্চিত তথ্যের ভিত্তিতে তিনি নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০ এর অনুসন্ধান কাজ ফের শুরু করতে পারলে খুশি হবেন। এমনটা হলে বিমানটি নিখোঁজ হওয়ার এক দশক পর নতুন করে অনুসন্ধানের দরজা খুলবে।
তিনি বলেন, এক্ষেত্রে যদি নিশ্চিত প্রমাণ পাওয়া যায়, তাহলে ফের অনুসন্ধান অভিযান চালানো প্রয়োজন। আর এটি পুনরায় শুরু করতে পারলে আমরা অবশ্যই খুশি হবো। বিমানটি ২৩৯ জন যাত্রী নিয়ে ভারত মহাসাগরে নিখোঁজ হওয়ার ১০ বছর পূর্তি পালনকালে তিনি এসব কথা বলেন।
ফ্লাইট এমএইচ৩৭০ নিখোঁজের দশম বার্ষিকী স্মরণে এক অনুষ্ঠানে যত দ্রুত সম্ভব অনুসন্ধান শুরু করার আভাস দেন মালয়েশিয়ার পরিবহন-মন্ত্রী। রবিবার (৩ মার্চ) বিকালে কুয়ালালামপুরে ওই স্মরণ অনুষ্ঠানে ওই ফ্লাইটের হতভাগ্য যাত্রীদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
২০১৪ সালের ৫ মার্চ মালয়েশিয়ার এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার সময় নিখোঁজ হয়। দীর্ঘ তল্লাশি ও তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ জানুয়ারি মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ফ্লাইটটি বিধ্বস্ত হয়েছে এবং সব যাত্রী মারা গেছেন।
মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীনের অনুসন্ধানীরা ভারত মহাসাগরের দক্ষিণাংশে বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাব্য এলাকা ও এর আশেপাশের ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটারের বেশি অঞ্চলে তল্লাশি চালিয়ে কিছু ধ্বংসাবশেষ ছাড়া কিছুই পায়নি। এরপর ২০১৭ সালের জানুয়ারি মাসে তল্লাশি স্থগিত করা হয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]