মসজিদে ইফতার আয়োজন নিষিদ্ধ করল সৌদি আরব
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ২০:২২
মসজিদে ইফতার আয়োজন নিষিদ্ধ করল সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার আয়োজন নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। রমজানের আগে এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স। মূলত মসজিদের ভেতরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।


এক নির্দেশনায় দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স জানায়, পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে মসজিদের ভেতরে যেন ইফতার আয়োজন করা না হয়। ইমাম এবং মুয়াজ্জিনরা মসজিদ প্রাঙ্গণে ইফতার সারবেন, তবে ইফতার আয়োজনের উদ্দেশ্যে মসজিদে কোনো তাবু টানানো যাবে না।


নির্দেশনায় আরও বলা হয় ইফতার আয়োজনের উদ্দেশ্যে ইমাম এবং মুয়াজ্জিনরা মুসল্লিদের কাছ থেকে কোনো চাঁদা উঠাতে পারবেন না।


ওই নির্দেশনায় নামাজের ভিডিও টিভিতে বা অনলাইনে প্রচার করাও নিরুৎসাহিত করা হয় এবং মসজিদের ক্যামেরার ব্যবহার ও ভেতরে ছবি তোলাকে নিষিদ্ধ করা হয়েছে।


উল্লেখ্য, আগামী ১০ মার্চ থেকে সৌদি আরবে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com