
পাকিস্তানের পাঞ্জাবে তীব্র ঠাণ্ডায় প্রতি ১০ জনের আটজন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩৬ জন শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাবের স্কুলগুলো এক সপ্তাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রদেশের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি ৩৬ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ক্লাস ওয়ান ও এর নিচের শ্রেণীর শিশুদের স্কুল এক সপ্তাহ বন্ধ থাকবে। লাহোরের শিশু হাসপাতালে এক জরুরি বৈঠকের পর তিনি বলেন, সরকার প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, প্রতি ১০ জনের ৮ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এমন অবস্থায় সকালে প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখার কথা বলা হয়েছে। তিনি বলেন, যার নিউমোনিয়ায় হয়েছে তার স্কুলে আসার দরকার নেই। এ ছাড়া সবাইকে নিউমোনিয়ার টিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।
এর আগে গত সপ্তাহে পাঞ্জাবের স্কুল শিক্ষা অধিদপ্তর শীতকালীন ছুটি বাড়িয়ে ৯ তারিখ পর্যন্ত বর্ধিত করেছিল। এবার আরও এক সপ্তাহ ছুটি বাড়ানো হলো।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]