তুরস্কে মোসাদের ৩৪ গুপ্তচরকে আটক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:০২
তুরস্কে মোসাদের ৩৪ গুপ্তচরকে আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের অপহরণ, হত্যার পরিকল্পনা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের ৩৪ জনকে আটক করেছে তুরস্ক। জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।


বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা তুরস্কের মাটিতে অবস্থান করছেন - এমন তথ্য পাওয়ার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে তুরস্কের গোয়েন্দা সংস্থা 'এমআইটি' এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। গুপ্তচরদের খোঁজে তারা চিরুনি অভিযান চালায় - এক ভবন থেকে আরেক ভবনে; প্রতিটি কক্ষ তন্ন তন্ন করে দেখেন।


মঙ্গলবার তুরস্কের ৮টি প্রদেশের ৫৭টি জায়গায় মোসাদের গুপ্তচরদের ধরতে 'অপারেশন মোল' পরিচালনা করে কর্তৃপক্ষ। এ সময় ৩৪ গুপ্তচরকে আটক করে তারা। তবে গুপ্তচরবৃত্তিতে যুক্ত ৪৬ জনকে চিহ্নিত করলেও কয়েকজন বিদেশে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা।


আটক গুপ্তচররা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি, হামলা এবং অপহরণের পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। তবে প্রাথমিকভাবে তাদের সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এছাড়া মোসাদের গুপ্তচরদের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলও।
এর আগে, গত সপ্তাহে ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 'শিন বেট'র ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে শোনা যায়: তুরস্ক, লেবানন ও কাতারসহ বিশ্বের যেসব দেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা অবস্থান করছেন, সেখানেই তাদের ধ্বংস করতে প্রস্তুত ইসরাইল। এরপরই তুরস্কের মাটিতে হামাস সদস্যদের ওপর হামলা হলে ইসরাইলকে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com