উত্তর-মধ্য নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ১৬
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ২১:২২
উত্তর-মধ্য নাইজেরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের মালভূমি রাজ্যের মুশু গ্রামে হামলায় ১৬ জন নিহত হয়েছেন। অঞ্চলটিতে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষ সংগঠিত হয়। তবে কি কারণে এ হামলা হয়েছে এবং কারা এ ঘটনার জন্য দায়ী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


রবিবার (২৪ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে।


নাইজেরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ওই অঞ্চলে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।


সেনাবাহিনীর ক্যাপ্টেন ওয়া জেমস জানান, মালভূমি রাজ্যের মুশু গ্রামে শনিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে।


এ হামলার ব্যাপারে নাইজেরিয়ার সেনাবাহিনীর মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের সঙ্গে যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।


নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলটি ‘মধ্যবলয়’ নামে পরিচিত। সেখানে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোয় সেখানে গোষ্ঠীগত সংঘাতে কয়েক’শ মানুষের প্রাণ গেছে।


গ্রামের বাসিন্দা মার্কুস আমরোডু বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ গোলাগুলির শব্দ শুনি।


তিনি আরও বলেন, আগে থেকে এই হামলার ব্যাপারে কোনো আশঙ্কা ছিলো না। তাই আকস্মিক হামলায় আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। হামলার পরপরই প্রাণ বাঁচাতে অনেকে লুকিয়ে পড়েন। কিন্তু হামলাকারীরা আমাদের অনেককে ধরে ফেলে। এই ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।


রাজ্যটির গভর্নর কালেব মুতফওয়াং এ হামলাকে ‘বর্বরোচিত, নৃশংস এবং অযাচিত’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন। তিনি অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন বলে তার মুখপাত্র গিয়াং বেরে সাংবাদিকদের জানিয়েছেন।


প্রকৃত অপরাধীদের গ্রেফতারে এরইমধ্যে অভিযানে নেমেছে সংশ্লিষ্ট বিভাগ। তবে এখন পর্যন্ত এ হামলার রহস্য উদঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ।


গত মে মাসে সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাতে ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।


নাইজেরিয়ার বেশিরভাগ মুসলমান উত্তরাঞ্চলে ও খ্রিস্টানরা প্রধানত দক্ষিণাঞ্চলে বসবাস করেন। মধ্যে রয়েছে বিভাজন রেখা। বছরের পর বছর ধরে উভয়পক্ষের মধ্যে জাতিগত ও ধর্মীয় উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছে। এসব সহিংসতাকে প্রায়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিষ্টান কৃষকদের মধ্যকার জাতিগত-ধর্মীয় দ্বন্দ্ব হিসেবে তুলে ধরা হলেও জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্প্রসারণ এসব সংঘাতের অন্যতম কারণ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com