যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল তুরস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৩, ১৫:৪০
যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষ ব্যবস্থা এস-৪০০ সারফেস টু এয়ার মিসাইল ইউক্রেনকে দেওয়ার জন্য তুরস্কের প্রতি অনুরোধ জানিয়েছিল মার্কিন প্রশাসন। কিন্তু তুরস্কের সরকার যুক্তরাষ্ট্রের এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে।


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রোববার হাবেরতুর্ক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ওয়াশিংটন তুরস্কের সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম ক্ষমতায় অনধিকার চর্চা করতে চেয়েছিল বলে তা প্রত্যাখ্যান করা হয়েছে।


যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তা ছিল তা তুরস্কের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ বলেও মন্তব্য করেন চাভুসওগ্লু ।


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে ইউক্রেনের কাছে এস-৪০০ পাঠানোর অনুরোধ করেছিল এবং আমরা তাদেরকে না বলে দিয়েছি।


এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল তুরস্ককে ইউক্রেনের কাছে এস-৪০০ সরবরাহ করতে রাজি করাতে ওয়াশিংটন আঙ্কারার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। কিন্তু তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্ককে বিপদে ফেলতে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এভাবে প্রত্যাহার করতে চায় না আঙ্কারা।


এদিকে ইউক্রেনে অব্যাহত রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ধারণা করা হচ্ছে ইউক্রেনের পাল্টা হামলা অনুমান করে দেশটির দক্ষিণাঞ্চলের মাইকোলাইভকে লক্ষ্য করে এ হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।


বিবার্তা/নিলয়

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com