ইউক্রেন ভূখণ্ডে চলতি বছরই যুদ্ধের পরিসমাপ্তি চায়: কিয়েভ
প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ১৮:০৬
ইউক্রেন ভূখণ্ডে চলতি বছরই যুদ্ধের পরিসমাপ্তি চায়: কিয়েভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছরই ইউক্রেন যুদ্ধ শেষ করতে চায়। এমনটাই  লক্ষ্য কিয়েভ ও তার অংশীদারদের। তারা চাইছে এ বছরই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটবে। 


স্থানীয় সময় শুক্রবার এ কথা জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক। খবর ইন্টারফ্যাক্স-ইউক্রেনের। 


ইউক্রেনের এই গণমাধ্যমটিতে বলা হয়েছে, ইউরি সাক বলেন- সংঘাতের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে প্রায় ২ লাখ সেনা ছিল কিন্তু এখন দেশটিতে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা হয়েছে, যাতে প্রায় ১০ লাখ সেনা রয়েছে। যা দিয়ে এ বছরই মস্কোকে পরাস্ত করা সম্ভব। 


ইউক্রেন-ফ্রান্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় সাক বলেন, আমাদের লক্ষ্য থাকবে এই বছর ইউক্রেন ভূখণ্ডে এই যুদ্ধের পরিসমাপ্তি নিশ্চিত করা। 


তিনি ইউক্রেনের অংশীদারদের বিশ্বাস করার আহ্বান জানান যে, ইউক্রেন এ বছর শত্রুকে পরাস্ত করতে সক্ষম এবং এমন অবস্থানে রয়েছে তারা। 


প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে গত বছর ২৪ ফেব্রুয়ারি। এখনো থামার কোনো ইঙ্গিত নেই। এদিকে বাখমুত দখলের জন্য তীব্র লড়াই করছে মস্কোবাহিনী। আর তা রক্ষার জন্য মরিয়া হয়ে উঠেছে ইউক্রেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com