বেইজিংয়ের সঙ্গে বসতে চায় জেলেনস্কি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩০
বেইজিংয়ের সঙ্গে বসতে চায় জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ১২ দফার একটি ‘শান্তি প্রস্তাব’ দিয়েছে চীন। আর বেইজিংয়ের এই প্রস্তাব সামনে আসার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চান।


ইউক্রেনে রাশিয়ার হামলার এক বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার কিয়েভে একটি সংবাদ সম্মেলন করেন জেলেনস্কি। সেখানে তিনি বলেছেন, ‘চীনের প্রস্তাব ইঙ্গিত করছে তারা শান্তির পথ খোঁজার কাজ করছে।’


চীন অবশ্য শান্তির প্রস্তাবের কথা বললেও পশ্চিমা দেশগুলো কয়েকদিন ধরে দাবি করে আসছে, শি জিনপিং রাশিয়াকে অস্ত্র দেওয়ার চিন্তা করছেন। এই বিষয়েও কথা বলেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আমি সত্যিই বিশ্বাস করতে চাই চীন রাশিয়াকে অস্ত্র দেবে না।’


চীন যে ১২ দফার শান্তি প্রস্তাব দিয়েছে, সেখানে ইউক্রেন থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহারের কথা স্পষ্ট করে বলা হয়নি। উল্টো তারা মস্কোর ওপর ‘একতরফা নিষেধাজ্ঞা’ আরোপের সমালোচনা করেছে। এর মাধ্যমে মূলত পশ্চিমা দেশগুলোকেই একহাত নিয়েছে বেইজিং।


জেলেনস্কি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করলেও চীন এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে চীনের শান্তি প্রস্তাবক স্বাগত জানিয়েছে রাশিয়া। তারা বলেছে, এ প্রস্তাবকে সমর্থন জানায় তারা। তবে পশ্চিমারা চীনের প্রস্তাবকে উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পরোক্ষভাবে এটিকে প্রত্যাখ্যান করেছেন। শুক্রবার সংবাদমাধ্যম এবিসির সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এ প্রস্তাবকে স্বাগত জানাচ্ছেন। তাহলে এটি কিভাবে ভালো হতে পারে?’


‘আমি ওই প্রস্তাবে এমন কিছু দেখিনি, যেটি রাশিয়া ছাড়া অন্য কোনো পক্ষের জন্য লাভজনক হবে।’ চীন বর্তমানে রাশিয়ার পক্ষেই অবস্থান করছে। সংবাদমাধ্যম বিবিসির আন্তর্জাতিক বিষয়াবলী সম্পাদক জন সিম্পসন বলেছেন, চীন পুতিনের ‘মুখ বাঁচানোর জন্য’ একটি শান্তি চুক্তি খুঁজে বের করবে।


এছাড়া সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গও চীনের শান্তি প্রস্তাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘চীনের শান্তি প্রস্তাবে জড়িত হওয়ার খুব বেশি অধিকার নেই। কারণ তারা ইউক্রেনের অবৈধ আক্রমণের সমালোচনা করতে পারেনি।’


বিবার্তা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com