
উত্তর ইরাকে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে সন্ত্রাসীদের পাল্টা হামলায় দুই তুর্কিয়ে সেনা নিহত হয়েছে।
২৭ নভেম্বর, রবিবার তুরস্কের বার্তাসংস্থা টিআরটি ওয়াল্ড সূত্রে এই তথ্য জানা যায়। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করে টিআরটি।
শনিবার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তুর্কিয়ের অপারেশন ক্ল-লকের সময় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের সদস্যদের দ্বারা গুলি চালানোর ফলে দুই সৈন্য ‘শহীদ’ এবং তিনজন আহত হয়েছেন। মন্ত্রক সৈন্যদের পরিবার এবং তুর্কি জাতির প্রতি সমবেদনা জানিয়েছে।
প্রসঙ্গত, ইস্তাম্বুলে সন্ত্রাসী হামলা চালানোর পর ইরাক ও সিরিয়ায় ওয়াইপিজি-পিকেকে সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুর্কিয়ে একটি বিস্তৃত সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে, যার নাম ক্ল-লক নামে।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]