
দীর্ঘদিনের সংস্কারপন্থী নেতা মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়েছেন।
২৬ নভেম্বর, শনিবার ডেইলি সাবাহ সূত্রে এই তথ্য জানা যায়।
তুর্কিয়ে যোগাযোগ অধিদফতরের একটি বিবৃতি অনুসারে, একটি ফোন কলে এরদোগান মালয়েশিয়ার নতুন রাষ্ট্রনায়ক আনোয়ারকে অভিনন্দন জানান। এসময় তুর্কি এবং মালয়েশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তুর্কিয়ে প্রেসিডেন্ট।
এদিকে, বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত জাতীয় প্রাসাদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনোয়ার শপথ নেন। মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ ৭৫ বছর বয়সী আনোয়ারকে জাতির ১০তম নেতা হিসেবে শপথবাক্য পাঠ করান।
এদিকে, শপথ নিয়ে আনোয়ার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার এবং অর্থনীতিতে মনোনিবেশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া, ইসলামকে বহু-জাতিগত দেশের সরকারি ধর্ম হিসেবে সমর্থন করে মালয় জাতিগতদের বিশেষ অধিকার রক্ষারও প্রতিশ্রুতি দেন।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]