
ভারত জোড়ো যাত্রায় বৃহস্পতিবার (৬ অক্টোবর) অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। অবশ্য গত সোমবার মহিশুরে পৌঁছান তিনি। তবে আয়ুধ পূজা এবং দশেরা উৎসবের কারণে কংগ্রেসের কর্মসূচিতে দুই দিন বিরতি ছিল।
ফলে এদিন মাণ্ড্যতে পদযাত্রায় অংশ নেন সোনিয়া। কিন্তু একপর্যায়ে হঠাৎ তার পায়ের জুতার ফিতা আলগা হয়ে যায়। এতে হাঁটতে গিয়ে থমকে যান তিনি। বিষয়টি নজরে আসতেই নিচু হয়ে মায়ের জুতার ফিতা বেঁধে দেন ছেলে রাহুল গান্ধী।
মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন রাহুল। টমাস ভার্গিস মানিল নামের একজন লেখেন, মা তো মা-ই। সবাই তার মাকে সম্মান করেন।
আহমেদ সাজিদ লিখেছেন, দৃষ্টান্তমূলক আচরণ। মানুষ হিসেবে খুবই ভালো রাহুল। নিশ্চিত দারুণ নেতা হবেন তিনি।
ডা. রাজশ্রী সরকার বলেন, সুন্দর ছবি। মা ও সন্তান।
উগেন ওয়াংচুক মন্তব্য করেন, প্রত্যেক ছেলের জন্য দারুণ এক উদাহরণ।
কর্নাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার জানান, পদযাত্রায় অংশ নেয়ার পাশাপাশি বিকেলে বল্লারিতে জনসভায় অংশ নেন সোনিয়া ও রাহুল।
গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা শুরু করেন রাহুল। ১৮ সেপ্টেম্বর হরিপাড়ে যাত্রায় অংশ নেয়া এক শিশুকন্যার পায়ের জুতার ফিতা একইভাবে বেঁধে দেন তিনি।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]