
ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা। রবিবার (২৬ জুন) আল-জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে- যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্র ও জাপান এবং কানাডা রাশিয়ার নতুন খনন বা পরিশোধিত স্বর্ণের উপর বিধিনিষেধ প্রয়োগ করবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট বার্তায় বলেন, ‘আমরা জি-৭ এর নেতারা একত্রিত হয়ে রাশিয়া থেকে স্বর্ণ আমদানি নিষিদ্ধ ঘোষণা করবো।’
ব্রিটিশ সরকার বলছে, রাশিয়ান স্বর্ণ আমদানির উপর নিষেধাজ্ঞা শীঘ্রই কার্যকর হবে।
স্বর্ণ রাশিয়ার একটি প্রধান রফতানি পণ্য। যা থেকে দেশটি কয়েক বিলিয়ন ডলার আয় করে থাকে। সূত্র: আল-জাজিরা।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]