
ভারত সরকার জানিয়েছে, রপ্তানির উদ্দেশে যেসব গম কাস্টমসের অনুমতির জন্য অপেক্ষা করছিল সেসব গম রপ্তানি করার সুযোগ দেবে তারা।
১৭ মে, মঙ্গলবার একটি বিবৃতিতে আরো জানানো হয়েছে, ভারত মিশরে গম রপ্তানি করবে। রয়টার্স।
এ ব্যাপারে বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সিদ্ধান্ত নেয়া হয়েছে ১৩ মে ও এর আগে যেখানেই গমের চালান কাস্টমসে পরীক্ষার জন্য দেয়া হয়েছে এবং কাস্টমসের সিস্টেমে রেজিস্ট্রি করা হয়েছে সেগুলোকে রপ্তানির সুযোগ দেয়া হবে।
এ বছর ১০ মিলিয়ন টন গম রপ্তানি করার রেকর্ড গড়ার কয়েকদিন পরই হঠাৎ করে গম রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে দেয় ভারত।
এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১৩ মের আগে যেসব চালানের এলওসি দেয়া হয়েছে শুধুমাত্র সেগুলোই রপ্তানির সুযোগ পাবে।
তবে এ ঘোষণার কারণেও অনিশ্চয়তা কাটেনি। কারণ কাস্টমস বা ট্রানজিটে আছে ২২ লাখ টন গম। কিন্তু এলওসি আছে মাত্র ৪ লাখ টনের।
তাছাড়া পোর্টে আটকে আছে ১৮ লাখ টন। এর কারণে লসে স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে খামারিদের।
এদিকে, হঠাৎ করে গম রপ্তানি নিষিদ্ধ করায় ভারতে গমের দাম হঠাৎ করে ৪% কমে গেছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]