
ভারতের কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটে একটি হোটেলে অগ্নিকাণ্ডে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ মার্চ) ভোররাতে রাহবার গেস্ট হাউজ নামে ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম সামিমাতুল আরস, তার বয়স ৬০ বছর। আগুন লাগার পর এই বৃদ্ধাকে বের করা সম্ভবপর হয়নি। পরে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়।
ভারতে চিকিৎসা করাতে যাওয়া ২৮ বাংলাদেশি ছিলেন ওই হোটেলে। মইনূল হক (৩৫) নামে এক বাংলাদেশিকে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।
মেহাতাব আলম নামে আরেকজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। মইনুল ও মেহতাব ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলটির ১১টি ঘর পুড়ে যায়।
হোটেলের এক কর্মী জানান, হোটেলের দোতলার অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে তা ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনী তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]