
ভারতের কানপুরে একটি ইলেক্ট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।
সোমবার (৩১ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।
আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই সটকে পড়ে বাসচালক। পূর্ব কানপুরের পুলিশের উপ-কমিশনার প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাসচালককেও আটকের চেষ্টা করছেন তারা।
এদিকে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। এক টুইট বার্তায় তিনি বলেনছেন, কানপুরের সড়ক দুর্ঘটনার খবর জেনে তিনি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন রাম নাথ। সূত্র: এনডিটিভি।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]