
ওয়াশিংটন ডিসিতে অবস্থিত আফগান দূতাবাস, লস অ্যাঞ্জেলস ও নিউইয়র্কে অবস্থিত কনস্যুলেট মিশনগুলো বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আল আরাবিয়া।
গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, গত সপ্তাহে আফগান কূটনীতিকদের জানিয়ে দেয়া হয়েছে দূতবাস বন্ধ করে দেয়া হবে।
এমন সময় দূতাবাস বন্ধ করে দেয়ার খবর এলো যখন জানা গেছে যুক্তরাষ্ট্রে আফগান দূতাবাস আর্থিক সমস্যায় আছে।
এছাড়া কূটনীতিক হিসেবে দূতাবাসে যারা কাজ করছেন তাদেরও সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেয়া হবে। মানে আফগান কূটনীতিকরা নিজেদের আর কূটনীতিক হিসেবে পরিচয় দিতে পারবেন না ।
২০২১ সালের ১৫ আগস্ট আশরাফ গনিকে সরিয়ে পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেয় তালেবান। বিশ্বের কোনো দেশ এখনো তালেবানকে স্বীকৃতি দেয়নি।
তাছাড়া যুক্তরাষ্ট্রে অবস্থিত আফগান রাষ্ট্রদূতও জানিয়েছিলেন তারা তালেবানকে সরকার হিসেবে মানবেন না।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]