শিরোনাম
ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ১৮:৫৪
ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আমিরাতের পুলিশ মহাপরিদর্শক আহমেদ নাসের আল রাইসি। ইন্টারপোলের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আগামী ৪ বছরের জন্য তিনি নির্বাচিত হন।


বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রেসিডেন্ট হিসেবে এ পুলিশ কর্মকর্তার নাম ঘোষণা করে গ্লোবাল পুলিশিং বডি। আন্তর্জাতিক আইনপ্রয়োগকারী সংস্থার সাধারণ বার্ষিক সভা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানরা ভোটে অংশগ্রহণ করেন।


ইন্টারপোল জানিয়েছে, তিন দফা ভোট গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্বে তিনি ৬৮.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।


মেজর জেনারেল পদমর্যাদার আহমেদ নাসের আল রাইসি সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত রয়েছেন


উল্লেখ্য, ইন্টারপোলের এ নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংযুক্ত আবর আমিরাতে মানবাধিকার গোষ্ঠীগুলোকে নির্যাতন ও নিয়ম বর্হিভূতভাবে আটকে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সূত্র: এবিসি নিউজ


বিবার্তা/ফরিদ/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com