শিরোনাম
আফগানিস্তান ছাড়তে উদগ্রীব আটকা পড়া মার্কিনীরা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ১১:০৬
আফগানিস্তান ছাড়তে উদগ্রীব আটকা পড়া মার্কিনীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানে আটকা পড়ে ৩৬৩ মার্কিন নাগরিকের মধ্যে ১৭৬ জন দ্রুত দেশটি ছাড়তে উদগ্রীব বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।


মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সংসদ সদস্যদের জানায়, এখন পর্যন্ত যেসব মার্কিন নাগরিক আফগানিস্তানে রয়ে গেছেন, তারা দ্রুত দেশটি ত্যাগ করতে চাচ্ছেন। সিএনএন।
৩১ আগস্টের পর আফগানিস্তান থেকে আটকে পড়া মার্কিন নাগরিকসহ পশ্চিমা দেশগুলোর নাগরিকদের ফেরত আনা বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়।


শেষ মুহুর্তে বেশ তড়িঘড়ি করে বাইডেন প্রশাসন আফগান ত্যাগ করায় অনেক মার্কিনী আটকা পড়েন সেখানে।


তারা গত দুই মাস ধরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের উদ্ধারে আকুতি জানিয়ে আসছেন।


তালেবানের বেঁধে দেয়া সময়ের আগেই আফগানিস্তান ত্যাগ করেছে মার্কিন বাহিনী। ৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রসহ সব পশ্চিমা দেশকে আফগান ছাড়ার নির্দেশ দিয়েছিলো তালেবান।


এ বছরের ৩০ আগস্ট মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ ফ্লাইটটি আফগানিস্তান ত্যাগ করে।


১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর অল্প সময়ের মধ্যে সব মিলিয়ে কাবুল থেকে ১ লাখ ২৩ হাজার সাধারণ মানুষকে বিভিন্ন দেশ নিয়ে গেছে।


২০ বছর ধরে চলা যুদ্ধেরও সমাপ্তি হয়, যে যুদ্ধ আফগানিস্তানে ২০০১ সালের ১ সেপ্টেম্বর শুরু হয়েছিলো।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com