শিরোনাম
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ নিয়ে আসছেন ট্রাম্প
প্রকাশ : ২১ অক্টোবর ২০২১, ১২:১৩
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ নিয়ে আসছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দিয়েছেন। এ সোশ্যাল সাইটের নাম দেয়া হয়েছে ‘ট্রুথ সোশ্যাল’।


ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।


তিনি বলেন, আজ (বুধবার) রাতে আমার বাবা একটি সুনির্দিষ্ট চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির মাধ্যমে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং ট্রুথ সোশ্যাল চালু হবে। যেখানে সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবেন।


বৃহস্পতিবার (২১ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনেও এ কথা বলা হয়েছে।


ট্রাম্পের পক্ষ থেকে ইতোমধ্যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


সেখানে বলা হয়েছে, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ এবং একটি বিশেষ অধিগ্রহণ সংস্থার (এসপিএসি) মাধ্যমে এই ট্রুথ সোশ্যাল প্লাটফর্ম তৈরি করা হবে।


নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম খোলার বিষয়ে এক লিখিত বিবৃতিতে ট্রাম্প বলেছেন, আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে টুইটারে তালেবানদের বড় অংশের উপস্থিতি আছে। তবুও আপনার প্রিয় আমেরিকান প্রেসিডেন্টকে ব্লক করা হয়েছে। যা অগ্রণযোগ্য। 'ট্রুথ সোশ্যাল' দিয়ে টুইটার এবং ফেসবুকের মতো টেক জায়ান্টদের বিরুদ্ধে দাঁড়াব। যেসব প্ল্যাটফর্ম থেকে আমাকে ব্লক করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে লড়ব।


চলতি বছরের ৬ জানুয়ারি টুইটার, ফেসবুক এবং অন্যান্য সামাজিক মাধ্যম ট্রাম্পকে তাদের সেবা থেকে নিষিদ্ধ করে।


বিবার্তা/জেএইচ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com