শিরোনাম
গিনেস বুকে নাম লেখালেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২১, ০৮:৪৩
গিনেস বুকে নাম লেখালেন বিশ্বের সবচেয়ে লম্বা নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রুমেইশা গেলগি (২৪) নামে বিশ্বের সবচেয়ে লম্বা এক নারীর খোঁজ মিলেছে তুরস্কে। সবচেয়ে লম্বা হওয়ার সুবাদে কয়েক দিন আগে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তার।


রুমেইশার উচ্চতা সাত ফুট ০ দশমিক ৭ ইঞ্চি। ২০১৪ সালে রুমেইশার বয়স যখন ১৮, তখনও বিশ্বের সবচেয়ে লম্বা মেয়ে হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম উঠেছিলো। জন্ম থেকেই উইভার সিন্ড্রোমে আক্রান্ত রুমেইশা। উইভার সিন্ড্রোম এক ধরনের বিরল জিনগত রোগ। এই রোগে আক্রান্তরা অস্বাভাবিক হারে বাড়তে থাকেন।


বিশ্বের দরবারে কী বলতে চান রুমেইশা? তিনি উৎসাহের সুরে বলেন, উইভারের মতো জেনেটিক রোগ সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করবেন। মানুষকে এই সিনড্রোম সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে তিনি চারিদিকে ছড়িয়ে দেবেন।


নিজেকে সুন্দরভাবে পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন রুমেইশা। সবসময় দাঁড়িয়ে ঘুরতে ভালোবাসেন। বিষয়টিকে একটুও খারাপভাবে দেখেন না। প্রসঙ্গত, বিশ্বের সব চেয়ে লম্বা পুরুষও তুরস্কের বাসিন্দা। নাম সুলতান কোসেন। সুলতানের উচ্চতা ৮ ফুট ২.৮ ইঞ্চি। সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com