শিরোনাম
তুরস্ক সফরে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২১, ১৫:৩৫
তুরস্ক সফরে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে একটি প্রতিনিধি দল তুরস্ক সফরে গেছে। শুক্রবার (১৫ অক্টোবর) প্রতিনিধি দলটি আঙ্কারার উদ্দেশ্যে রওয়ানা হয়। খবর ইয়েনি শাফাকের।


আনাদলু এসেন্সি জানিয়েছে, আফগান প্রতিনিধি দল তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুসহ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তুর্কি নেতাদের সঙ্গে বিমান চলাচল, বাণিজ্য, আর্থিক সাহায্য ও অভিবাসন ইস্যুতে আলোচনা করবেন।


মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যর্থ হওয়ার ফলে গত ১৫ আগস্ট সেদেশের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর তারা ৭ সেপ্টেম্বর অস্থায়ী সরকার গঠন করে।তবে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকেই আন্তর্জাতিক সহযোগিতা কমতে থাকে, দেখা দেয় অর্থনৈতিক সংকট। এ কারণে তালেবান সরকার আন্তর্জাতিক সমর্থন লাভের পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে সচল করার চেষ্টা চালাচ্ছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com