শিরোনাম
নির্বাচনে হেরে আইসিইউতে!
প্রকাশ : ১১ অক্টোবর ২০২১, ১৪:১২
নির্বাচনে হেরে আইসিইউতে!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চেক প্রজাতন্ত্রে পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদের আকস্মিক বিজয়ে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এদিকে ভোটে সমর্থিত জোটের ভরাডুবির খবরে অসুস্থ হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট মিলোস জেমান। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। বিবিসি।


হুইলচেয়ারে চলাচলকারী প্রেসিডেন্ট মিলোস জেমানকে রাজধানী প্রাগের কেন্দ্রীয় সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৭ বছর বয়সি প্রেসিডেন্ট অতিমাত্রায় ধূমপান ও মদ্যপান করেন। তিনি ডায়াবেটিসেও ভুগছেন।


হাসপাতালের পরিচালক জেমান গণমাধ্যমকে বলেন, প্রেসিডেন্ট মিলোস জেমানকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাকে ডায়াগনোসিস অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।'


প্রেসিডেন্টের অনুরোধে এর চেয়ে বেশি তথ্য না জানানোর কথাও উল্লেখ করেছেন হাসপাতাল পরিচালক।


শনিবার (৯ অক্টোবর) ভোটের ফলের পর নতুন সরকার গঠন নিয়ে তার আলোচনা এগিয়ে নেওয়ার কথা ছিলো।


প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, তিনি শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও পানিশূন্যতায় ভুগছেন। গত মাসে তিনি ৮ দিন হাসপাতালে ছিলেন।


রবিবার (১০ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিসের সঙ্গে বৈঠকের পরপরই প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়।


ভিডিও ফুটেজে দেখা গেছে হাসপাতালে প্রবেশের সময় কর্মীরা প্রেসিডেন্টের মাথা তুলে ধরে রেখেছেন।


বিরোধীদের কাছে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রী বাবিস ও তার দল এএনও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। বিরোধী জোট 'স্পোলু' পেয়েছে ২৭ দশমিক ৮ শতাংশ ভোট এবং ক্ষমতাসীন এএনও পেয়েছে ২৭ দশমিক ১ শতাংশ ভোট।


বিরোধী জোট সরকার গঠনের কথা ভাবলেও প্রেসিডেন্ট বলেছেন তিনি কোনো জোটকে নয়, বরং একক দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। যদি তাই হয়, তাহলে প্রেসিডেন্ট তার সহযোগী প্রধানমন্ত্রীকেই আবার সরকার গঠনের আহ্বান জানাবেন। কেননা, একক দল হিসেবে এএনও বেশি ভোট পেয়েছে।


বিবার্তা/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com