শিরোনাম
মালদ্বীপ থেকে ২ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ১০:৪২
মালদ্বীপ থেকে ২ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

উপহার দিচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ডোজের বেশি করোনার টিকা বাংলাদেশকে দিবে মালদ্বীপ। শুক্রবার (৮ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকায় পৌঁছাবে।


গত বুধবার রাতে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে করোনার টিকা উপহারের এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, মালদ্বীপ শুভেচ্ছার নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই লাখ এক হাজার ৬০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে।


এ উপলক্ষে বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম ও দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে।


মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপহার দেয়া এসব টিকা শুক্রবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মালদ্বীপের দেয়া এসব টিকা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


বিবার্তা/এমও

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com