শিরোনাম
ইরানের ত্রাণবাহী বিমান আফগানিস্তানে
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫১
ইরানের ত্রাণবাহী বিমান আফগানিস্তানে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইরানের একটি ত্রাণ বিমান। তালেবান গোষ্ঠীর হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর এই প্রথম ইরান এ ধরনের মানবিক সহায়তা পাঠালো।


ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানায়, ত্রাণবাহী এ বিমানে ইরানের অন্তত এক ডজন কূটনীতিক রয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) মহান এয়ারলাইন্সের বিমানটি কাবুলে পৌঁছায়।


ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র মাশহাদ শহর থেকে ১৯ আরোহী নিয়ে বিমানটি কাবুলের উদ্দেশ্যে রওনা দেয়। আফগানিস্তান থেকে ২৬ যাত্রী নিয়ে বিমানটি মাশহাদ শহরে ফিরে আসবে।


উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও দেশটির হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশন্সের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে মানবিক সহযোগিতা পাঠানোর অনুরোধ করেছিলেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com