শিরোনাম
ভারতে ফের বাড়লো করোনায় মৃত্যু
প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ১৩:০৭
ভারতে ফের বাড়লো করোনায় মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে শুক্রবার করোনাভাইরাসে দৈনিক মৃতের সংখ্যা নেমেছিলো ৫০০ এর নীচে। কিন্তু আট দিন পর শনিবার বেড়ে দাঁড়ায় ৬১৭ জনে। সব মিলিয়ে দেশটিতে করোনা মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জনের।


এদিকে করোনায় মারা যাওয়ার সংখ্যা বাড়লেও কমেছে দৈনিক শনাক্তের সংখ্যা। তিন দিন পর আবারো তা ৪০ হাজারের নীচে নামলো।


ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৬২৮ জন। এই নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা হলো ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জন। খবর আনন্দবাজার পত্রিকার।


কেরালায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ২০ হাজারের সামান্য কম। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৫৩৯। কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ প্রায় একই আছে। ওড়িশাতে তা ১ হাজার ২০৮। আসামে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ এক হাজারের নীচে নেমেছে। বাকি সব রাজ্যেই তা এক হাজারের নীচে। তবে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে রোজ সংক্রমিত হচ্ছেন ৫০০ এর বেশি মানুষ।


ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কম হওয়ার কারণে দুই হাজার মতো কমেছে সক্রিয় রোগির সংখ্যা। দেশটিতে এখন সক্রিয় রোগি রয়েছেন ৪ লাখ ১২ হাজার ১৫৩ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com