শিরোনাম
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় দু’জন গুলিবিদ্ধ
প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১২:৪৪
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় দু’জন গুলিবিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি ম্যাক্সিকান রেস্টুরেন্টের বাইরে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। হোয়াইট হাউস থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে ঘটনাটি ঘটেছে। খবর বিবিসির।


প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী ওই ব্যক্তি ২০টির বেশি গুলি চালায়। এরপর একটি কারে করে পালিয়ে যায় ম্যাক্সিকান রেস্টুরেন্টের ওই এলাকা থেকে।


পুলিশ বলছে, গুলিবিদ্ধ দুই জনের মধ্যে ১ জনকে টার্গেট করে থাকতে পারে ওই বন্দুকধারী। পুলিশ প্রধান রবার্ট কন্টি জানান, পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে, কারণ এরকম ঘটনা পাশে আরেকটি জায়গায় ঘটতে পারে সন্দেহে অনুসন্ধান চালাচ্ছিলেন তারা।


ওয়াশিংটন ডিসির পুলিশ ডিপার্টমেন্টের অপরাধবিষয়ক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের পর থেকে বন্দুক হামলার ঘটনা বেড়ে যায় দেশটিতে। ২০২১ সালে এরইমধ্যে এরকম ৪৭১টি ঘটনা ঘটেছে। এর আগের বছর ঘটে ৪৩৪টি হামলার ঘটনা।


বিবার্তা/বিআর/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com