শিরোনাম
ইসরাইলের কারাগারে ফিলিস্তিনিকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ২২ জুলাই ২০২১, ২০:০১
ইসরাইলের কারাগারে ফিলিস্তিনিকে পিটিয়ে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবদু আল-খাতিব (৪৩) নামে এক ফিলিস্তিনিকে ইসরাইলের কারাগারে বিদ্যুৎস্পৃষ্ট করে এবং পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।


মানবাধিকার সংগঠনগুলো বৃহস্পতিবার ইসরাইলি কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্যাতন চালিয়ে ওই ফিলিস্তিনিতে হত্যার অভিযোগ করেছেন। খবর আনাদোলুর।


অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-মোসকোবিয়েহ ইসরাইলি বন্দিশিবিরে জিজ্ঞাসাবাদের নামে আবদু আল-খাতিবকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


নিহতের স্বজনরা জানিয়েছেন, অন্য বন্দিদের সামনে তাকে ইলেক্ট্রিক শক দিয়ে এবং পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ কর্মকর্তারা।


প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটি নামে একটি এনজিওর মুখপাত্র আমানি শারাহনেহ জানান, নিহতের দেহে ইলেক্ট্রিক শক এবং পিটিয়ে জখম করার স্পষ্ট চিহ্ন আছে।


তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশাপাশি তাদের এনজিও-ও ইসরাইলি বর্বরতার নিন্দা জানিয়ে এর বিচার দাবি করেছে।


ট্রাফিক সিগনাল অমান্য করার অভিযোগে পূর্ব জেরুজালেমের সুফাট শরণার্থী ক্যাম্প থেকে চার বছরের এক শিশুর জনক আবদু আল-খাতিবকে আটক করে ইসরাইলি পুলিশ।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com