শিরোনাম
লাদাখে চীনা যুদ্ধবিমানের মহড়া, উদ্বিগ্ন ভারত
প্রকাশ : ০৯ জুন ২০২১, ২২:২৭
লাদাখে চীনা যুদ্ধবিমানের মহড়া, উদ্বিগ্ন ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লাদাখ সীমান্তে উত্তেজনার মধ্যে ২২টি যুদ্ধবিমান নিয়ে মহড়া চালিয়েছে চীন। এতে চরম উদ্বেগ প্রকাশ করেছে ভারত। চীনের এ কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। মঙ্গলবার (৮ জুন) এ খবর জানিয়েছে ইকোনোমিকস টাইমস।


ভারতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, ২১-২২টি যুদ্ধবিমান ভারতের ভূখণ্ডের বিপরীতে পূর্ব লাদাখে মহড়া দিয়েছে। এর মধ্যে জে-১১ ও চীনের তৈরি সুখোই-২৭ ও কয়েকটি জে-১৬ যুদ্ধবিমান ছিল। ভারত বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।


এর প্রেক্ষিতে মিগ-২৯ যুদ্ধবিমান এবং রাফায়েল যুদ্ধবিমান নিয়ে নিয়মিত মহড়া দিচ্ছে ভারতীয় বাহিনী। চীনের জিনজিয়াং ও তিব্বত অঞ্চলের হোতান, গার গুনসা, কাশগার, হোপিং, ডোংকা জোং, লিনজি ও পানগাত বিমান ঘাঁটির ওপর নজর রাখছে ভারতীয় বাহিনী।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com