শিরোনাম
সিরিয়া সংকট সমাধনে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র: রাশিয়া
প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ১৮:০৪
সিরিয়া সংকট সমাধনে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়া সংকট সমাধনে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।


তিনি বলেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা। এছাড়া, সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আমেরিকা সমর্থন দিচ্ছেন যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। খবর তাসের।


রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনী অব্যাহতভাবে দখলদারিত্ব বজায় রেখেছে এবং তেল-গ্যাসসহ দেশটির প্রাকৃতিক সম্পদ এবং গম চুরি করছে। আমেরিকার এসব ভূমিকার কারণে যুদ্ধবিধ্বস্ত আরব দেশটি আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠছে।


ল্যাভরভ আরো বলেন, সিরিয়া সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে এবং তা করতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৫৪ নম্বর প্রস্তাব অনুসারে।


তিনি বলেন, সিরিয়ার জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দিতে হবে। জাতিসংঘের ওই প্রস্তাবে বলা হয়েছে সিরিয়ার জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে, অন্য কেউ নয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com