শিরোনাম
বিশ্ববাপী করোনা শনাক্ত ১১ কোটি ৭৪ লাখ
প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ০৯:২৬
বিশ্ববাপী করোনা শনাক্ত ১১ কোটি ৭৪ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ কোটি ৭৪ লাখ ৭৫ হাজার ১৯৪ জন। মারা গেছেন ২৬ লাক ৪ হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৭৯৮ জন।


আজ সোমবার (৮ মার্চ) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।


২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


এ মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ২৫০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৩৭ হাজার ৮৩৮ জন।


তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ২৯ হাজার ২৭১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৮৯০ জন।


তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১০ লাখ ১৯ হাজার ৩৪৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৬৫ হাজার ৫০০ জন।


তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। বাংলাদেশের অবস্থান ৩৩।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com