শিরোনাম
কারাবাখ চুক্তি কার্যকর রয়েছে: রাশিয়া
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:৪৭
কারাবাখ চুক্তি কার্যকর রয়েছে: রাশিয়া
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আর্মেনিয়ার চলমান রাজনৈতিক সংকটের মধ্যেও কারাবাখ চুক্তি কার্যকর রয়েছে বলে জানিয়েছে রাশিয়া।


শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানিয়ে বলেন, আর্মেনিয়ায় রাজনৈতিক সংকট নাগরনো-কারাবাখ সংক্রান্ত চুক্তি বাস্তবায়নের ওপর কোনও প্রভাব ফেলবে না। আর্মেনিয়ায় পরিস্থিতি যুদ্ধবিরতি চুক্তির জন্য ঝুঁকি তৈরি করছে কিনা? এমন প্রশ্নের উত্তরে দিমিত্রি পেসকভ বলেন, এখন পর্যন্ত সবকিছু (কারাবাখ সংক্রান্ত চুক্তি) বাস্তবায়িত হচ্ছে। এই চুক্তি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


পৃথক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে ভিডিও বৈঠকে আর্মেনিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।


২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আর্মেনিয়ার একদল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবির পর দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়। এক পর্যায়ে দেশের সামরিক অভ্যুত্থানের ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করেন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।


সামরিক বাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সেনাবাহিনীর জেনারেল স্টাফ অনিক গ্যাসপারিয়ানকে চাকরিচ্যুত করার ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান তিনি।


জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে নিকোল পাশিনিয়ান বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের হাতে ক্ষমতা ধরে রাখা। কারণ, দেশে এখন যা ঘটছে তাকে আমি সামরিক অভ্যুত্থান হিসেবেই দেখছি।


বিবার্তা/এসএ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com