
প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে ‘পারষ্পরিক সম্মতির ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধান, যেখানে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে ইসরাইল শান্তিপূর্ণভাবে ও নিরাপদে থাকবে।' জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিনিধি রিচার্ড মিলস এসব কথা বলেন। খবর আল জাজিরার।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, প্রেসিডেন্ট মনে করেন দ্বি-রাষ্ট্র সমাধানই এগিয়ে যাওয়ার একমাত্র পথ।
মিলস জানান, বাইডেন প্রশাসন ফিলিস্তিনকে দেয়া সাহায্য পুনরায় চালু ও কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চান যা ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছিল। এছাড়া অন্য রাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করতেও বাইডেন প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রাখবে।
মিলস বলেন, এই লক্ষ্যগুলো পূরণে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনিদের পাশাপাশি ও ইসরাইলিদের সম্পর্কও শক্তিশালী করতে কাজ করবে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনি নেতৃত্ব ও ফিলিস্তিনি জনগণের সম্পর্ক উন্নত হওয়ার বিষয়গুলোও এতে অন্তর্ভূক্ত হবে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]