
ইসরাইলের ইরানে হামলার শক্তি নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট দফতরের প্রধান মাহমুদ ওয়ায়েজি।বুধবার (২৭ জানুয়ারি) ইসরাইলের সামরিক বাহিনীর প্রধানের হুমকির জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ইরানে হামলার শক্তি দখলদার ইসরাইলের নেই। তাদের এ ধরণের কোনো পরিকল্পনাও নেই।
মাহমুদ ওয়ায়েজি বলেন, ইরানিসহ এই অঞ্চলের মানুষ ইসরাইলের কর্মকর্তাদের বক্তব্যের ভাষা সম্পর্কে অবহিত। তারা আসলে এ ধরণের বক্তব্যের মাধ্যমে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাতে চায়। মনস্তাত্ত্বিক সুবিধা নিতে চায়।
তিনি বলেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিসহ ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত অভিজ্ঞ। যেসব মহড়া আমরা চালাচ্ছি তা থেকেও সবার কাছে এই বার্তা স্পষ্ট যে, আমরা যুদ্ধ চাই না কিন্তু দেশরক্ষার ক্ষেত্রে আমরা অত্যন্ত আন্তরিক।
এরআগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবিব কোহাবি দাবি হুমকি দিয়েছেন, তিনি প্রতিরক্ষা বাহিনীকে ইরানে হামলার ব্যাপারে বিদ্যমান পরিকল্পনার পাশাপাশি বাড়তি অনেকগুলো অভিযান পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]