শিরোনাম
বিদেশি জাহাজে গুলি করার অনুমোদন দিল চীন
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:২০
বিদেশি জাহাজে গুলি করার অনুমোদন দিল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীন সরকার নতুন একটি আইন পাস করেছে যাতে দেশটির কোস্টগার্ডকে বিদেশী জাহাজের ওপর গুলি করার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটিতে এ আইন পাস হয়। পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি হচ্ছে দেশটির সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ।


নতুন এ আইনে বলা হয়েছে- চীনা কোস্টগার্ডের সদস্যরা বিদেশী জাহাজের মাধ্যমে হুমকির মুখে পড়লে নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো উপায় অবলম্বন করতে পারবে।


চীনের কোস্টগার্ড কী ধরনের শক্তি ব্যবহার করতে পারবে এ আইনে তা পরিষ্কার করে বলা হয়েছে। এতে বলা হয়েছে- চীনা উপকূলরক্ষীরা গুলি, শিপর্বোন বা এয়ারবোর্ন ব্যবহার করতে পারবে।


দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের দ্বন্দ্ব রয়েছে। আবার এ সাগরে মার্কিন নৌবাহিনীর তৎপরতার ফলে সেখানে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সামরিক উত্তেজনা রয়েছে। এছাড়া, পূর্ব চীন সাগরে জাপানের সঙ্গে চীনের কয়েকটি দ্বীপ নিয়ে দ্বন্দ্ব রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com