শিরোনাম
বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৮
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২১, ২২:৪৫
বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকের রাজধানী বাগদাদের একটি উন্মুক্ত বাজারে দুইটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত ও আরো ৭৩ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, তায়ারান স্কয়ারের কাছে বাব-আল-সারজি এলাকায় একটি জনাকীর্ণ বাজারে এই জোড়া বিস্ফোরণ ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে হামলার ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।


২০১৮ সালের পরে এটি বাগদাদে প্রথম কোনো বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা এই ধরনের অনেক ছোট ছোট হামলা চালিয়ে আসছে।


ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীরা চ্যালেজ্ঞ জানালে হামলাকারীরা বিস্ফোরণ ঘটায়। গতে হামলার পর ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি পরিষ্কার করে ফেলেছেন। স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে ওই এলাকা।


উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে ইরাকে নিয়মিতভাবে মার্কিন উপস্থিতিতে রকেট ও মর্টার হামলার ঘটনা ঘটলেও বাগদাদের বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা কমে আসে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com