শিরোনাম
আগুন নিয়ে খেলবেন না: যুক্তরাষ্ট্রকে চীন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ২২:০৯
আগুন নিয়ে খেলবেন না: যুক্তরাষ্ট্রকে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগুন নিয়ে খেলবেন না বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে চীন। চীনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আরেকজন কর্মকর্তাকে তাইওয়ান সফরে পাঠানোয় ওয়াশিংটনকে এ হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। খবর রয়টার্স ও আলজাজিরার।


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফ্ট আগামী সপ্তাহে দুদিনের জন্য তাইওয়ান সফরে যাবেন। সফরে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের উপস্থিতির প্রতি মার্কিন সরকারের শক্ত সমর্থন ঘোষণা করবেন।


ক্র্যাফ্টের পরিকল্পিত এই সফরের প্রতিক্রিয়ায় সতর্ক করে এক বিবৃতিতে জাতিসংঘে চীনা মিশন বলেছে, যারা আগুন নিয়ে খেলা করছে তারা নিজেরাই এই আগুনে পুড়ে মরবে। এই ভুল পদক্ষেপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে।


এ ধরনের ‘উন্মাদনাপূর্ণ উসকানি’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে চীনা মিশন বলেছে, এসব আচরণ বন্ধ না করলে তা ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com