শিরোনাম
বিবিসি ভিন্ন কায়দার রাজনীতি করছে : জয়শঙ্কর
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৩
বিবিসি ভিন্ন কায়দার রাজনীতি করছে : জয়শঙ্কর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গুজরাট দাঙ্গায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে তথ্যচিত্র প্রকাশের পর বিবিসির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে দেশটির সরকার।  


ভারতে বিবিসির দুটি দপ্তরে আয়কর বিভাগ তল্লাশিও চালিয়েছে। এরইমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অভিযোগ করলেন, বিবিসি ভিন্ন কায়দার রাজনীতি করছে।


জয়শঙ্কর বলেন, এটার টাইমিং মোটেও অ্যাক্সিডেন্টাল নয় এবং এটা হলো আসলে আরেকটা কায়দায় রাজনীতি করা। 


জয়শঙ্কর বলেন, একটা কথা আছে না, অন্য কায়দায় যুদ্ধ করা? এটাকে আমি বলবো অন্য কায়দায় রাজনীতি করা। হঠাৎ করে কেন এই সব রিপোর্ট, মতামত, বক্তব্যের ধুম পড়ে গেল? এগুলো যে সামনেও আবার হবে না তাই বা কে বলতে পারে? 


তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন- ১৯৮৪ সালে দিল্লিতে তো অনেক কিছু ঘটেছিল। সেগুলো নিয়ে আমরা কেন কোনো ডকুমেন্টারি দেখছি না? 


বিশ বছর আগের একটা ঘটনা এখন শুধু ‘সত্যের সন্ধান’ করতে তুলে আনা, এটা মোটেই বিশ্বাসযোগ্য নয় বলেও যুক্তি দেন জয়শঙ্কর। 


দেশের বাইরে থেকে ভারতের একটা খুব চরমপন্থী ছবি তুলে ধরার একটা চেষ্টা বিগত এক দশক ধরেই চলছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সরকার, ক্ষমতাসীন দল বিজেপি, প্রধানমন্ত্রী – সবাইকেই এইভাবে দেখানোর চেষ্টা হচ্ছে। 


তার ভাষায় যারা এভাবে পর্দার আড়াল থেকে রাজনীতি করছে তাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই লোকগুলোর আসলে রাজনীতিতে আসার সাহস নেই। নিজেদের এনজিও বা মিডিয়া সংস্থা বলে তারা একটা টেফলন আস্তরণে মোড়া থাকতে চাইছেন – কিন্তু আসলে তারা স্রেফ রাজনীতিই করছেন। 


ভারতের বার্তা সংস্থা এএনআইয়ের সম্পাদক স্মিতা প্রকাশকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জয়শঙ্কর এসব কথা বলেন। 


গত মাসে যুক্তরাজ্যে বিবিসির ওই তথ্যচিত্রটির প্রথম পর্ব সম্প্রচারিত হওয়ার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটিকে একটি ‘প্রচারধর্মী কাজ’ ও ‘ঔপনিবেশিক মানসিকতার পরিচায়ক’ বলে খারিজ করে দিয়েছিল। 


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com