
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলা থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় এ দুর্ঘনা ঘটে।
আনন্দবাজারের খবরে বলা হয়, আগুনে নিহতদের মধ্যে রয়েছেন হাসপাতালটির মালিক চিকিৎসক বিকাশ হাজরা ও তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা। এছাড়া পরিচারিকা তারা দেবী। এছাড়া সোহান খানারি নামে আরও এক জনের দেহ চিহ্নিত হয়েছে। তবে অন্য আরেক জনের পরিচয় এখনও জানা যায়নি।
জানা যায়, নিজ বাড়ির একটি অংশে হাসপাতাল করেছিলেন চিকিৎসক এ দম্পতি। শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়খণ্ড পুলিশ ও দমকলবাহিনী। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারির বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, অনুমান করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন ছড়িয়ে পড়ায় এই অগ্নিকাণ্ড হয়। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
বিবার্তা/বর্ষা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]