
করোনা মহামরির কারণে দীর্ঘ ২৬ মাস বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু হয়েছে। রবিবার (২৯ মে) বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে বন্ধন ট্রেন চলাচল শুরুর বার্তা দিয়ে কয়েকটি ছবি প্রকাশ করা হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় উল্লেখ করা হয়, বন্ধন এক্সপ্রেস ট্রেন সার্ভিস আবার চালু হয়েছে। করোনা মহামারির কারণে দীর্ঘ প্রতীক্ষার পর আন্তঃসীমান্ত ট্রেন আজ কলকাতা-খুলনা রুটে আবার চালু হয়েছে। এই গুরুত্বপূর্ণ আন্তঃসীমান্ত পরিষেবা পুনরায় যাত্রীদের চলাচল অনেকটাই সহজ করবে।
কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস চালু হয় ২০১৭ সালে। বাংলাদেশ থেকে প্রতি বৃহস্পতি ও রোববার দুদিন এই ট্রেন ছেড়ে যাবে। ভারত থেকে এসে আবার ওই দিন কলকাতায় ফিরে যাবে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]