
প্রতিবেশি দেশ ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এছাড়াও একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে।
এদিকে সংবাদ সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানা যায়, হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের ভোইগুড়ায় আগুনে ১১ জনের প্রাণহানি হয়েছে।
এছাড়া ঘটনাস্থল থেকে আরও ১২ জনকে উদ্ধার করা হয়েছ, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত জানতে অগ্নিকাণ্ডের এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]