
করোনা সংক্রমণ অনেকটাই কমেছে ভারতে। দৈনিক করোনা সংক্রমণ নেমেছে দুই লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে এক লাখ ৬৭ হাজার ৫৯ জনের, যা সোমবারের তুলনায় ২০ শতাংশ কম। খবর আনন্দবাজার অনলাইনের।
সোমবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৯ হাজার। এর জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন। আক্রান্তের সংখ্যার নিরিখে ভারতে সবার শীর্ষে রয়েছে কেরালা রাজ্য; দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দৈনিক করোনা পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার ভারতে দৈনিক সংক্রমণের হার ১৫ দশমিক ৭ থেকে নেমে এসেছে ১১ দশমিক ৬ শতাংশে। সাপ্তাহিক সংক্রমণের হার ১৫ দশমিক ২৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে এক হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ভারতে করোনায় মোট চার লাখ ৯৬ হাজার ২৪২ জনের মৃত্যু হয়েছে।
শুধু কেরালায়ই ৬৩৮ জনের মৃত্যুর কথা জানা গেছে। বলা হয়েছে, আগে হওয়া করোনায় অনথিভুক্ত মৃত্যুর খতিয়ান গত ২৪ ঘণ্টার মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে। স্বভাবতই বেড়েছে মৃত্যুর সংখ্যা।
বিবার্তা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]