
‘পুষ্পা’, ‘ভাউকাল’ -এর মতো গ্যাংস্টার সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে এক পথচারীকে হত্যা করে তার ভিডিও ধারণ করেছে তিন কিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও আপলোড করে রাতারাতি বিখ্যাত হওয়াই ছিলো তাদের উদ্দেশ্য।
ভারতের রাজধানী দিল্লির জাহাঙ্গীরপুরে এ ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে খালিজ টাইমস এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই তিন কিশোর ‘পুষ্পা’ এবং ‘ভাউকাল’ এর মতো গ্যাংস্টার সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে ছুরিকাঘাতে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এমনকি তারা ওই হত্যাকাণ্ডের ভিডিও ধারণও করেছে। তাদের উদ্দেশ্য ছিল ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে রাতারাতি বিখ্যাত হওয়া।
পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীরপুরের কে ব্লকে এই ঘটনা ঘটে। হতভাগ্য ব্যক্তির পথ আটকে দুজন তাকে ছুরিকাঘাত করে। অন্যজন মোবাইলে সেই ঘটনা ভিডিও করে। ওই ব্যক্তিকে আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
পরে সিসিটিভি ফুটেজ দেখে ওই তিন কিশোরকে শনাক্ত করা হয়। গ্রেফতার এড়াতে তারা ক্রমাগত নিজেদের অবস্থান পরিবর্তন করছিল। তবে পুলিশ শেষপর্যন্ত তাদের ধরতে সক্ষম হয়। পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতে পারেনি তারা।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]