
এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ‘নামসর্বস্ব’ ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে রাজশাহীতে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি শুরু হয়।
এ সময় শিক্ষার্থীরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নেন। এরপর তারা মিছিল নিয়ে দুপুর ১টার দিকে মিছিল নিয়ে তারা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। ইন্টার্ন চিকিৎসকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও মিড লেভেলের চিকিৎসকরাও।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টর ফোরামের সভাপতি ডা. আব্দুল্লাহ জানান, দুপুর ১২টা থেকে দেশের সব মেডিকেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এছাড়া মেডিকেল কলেজের প্রথম বর্ষ থেকে শুরু করে পঞ্চম বর্ষের সব শিক্ষার্থী তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্লাস, পরীক্ষা ও অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। এটি কেন্দ্রীয় সিদ্ধান্ত। তাই কেন্দ্রীয় সিদ্ধান্তে এটি চলমান বা স্থগিত হবে।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, একটি হাসপাতালের প্রাণ হলো ইন্টার্ন চিকিৎসকেরা। তারা না থাকলে হাসপাতালে সমস্যা হবেই। আমাদের এই হাসপাতালে ২৭৭ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। এত বড় সংখ্যক চিকিৎসক না থাকলে ভোগান্তি হবেই। তবে পরিচালক মহোদয়ের নির্দেশে মিড ও সিনিয়র লেভেলের চিকিৎসকেরা দিয়ে যাচ্ছেন। জরুরি অস্ত্রপাচারও চলামান আছে।
তিনি আরো বলেন, ইন্টার্ন চিকিৎসকরা যৌক্তিক দাবি করে আসছেন। এটির সঙ্গে পরিচালক মহোদয়ও একাত্মতা ঘোষণা করেছেন। আমরাও চাই দ্রুত এটির সমাধান হোক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]