আইসিডিডিআরবির হাজারেরও বেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ২৩:৪৮
আইসিডিডিআরবির হাজারেরও বেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক অর্থ সহায়তা বন্ধের সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি)।


এতে অনিশ্চিত হয়ে পড়েছে সংস্থাটির অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত।


প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এক হাজারের বেশি কর্মীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে। যারা এই চিঠি পেয়েছেন, তারা মূলত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত কর্মসূচিতে কাজ করতেন। এসব কর্মকর্তা ও কর্মচারীদের সবার চাকরি ছিল চুক্তিভিত্তিক।


৩১ জানুয়ারি, শুক্রবার রাতে আইসিডিডিআরবির সিনিয়র ম্যানেজার (কমিউনিকেশন্স) এ কে এম তারিফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।


তারিফুল ইসলাম বলেন, 'যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণাগুলো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।'


'আমাদের সেবা গ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের অসুবিধার জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি। আশা করছি, পুনরায় আমাদের কার্যক্রম শুরু করতে পারবো,' যোগ করেন তিনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com