
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কেউ মারা যায়নি।
২৯ আগস্ট, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১ জন, ঢাকায় তিনজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ১১ হাজার নয়জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৪৩ জন। এর মধ্যে ৬১.৪ শতাংশ পুরুষ ও ৩৮.৬ শতাংশ নারী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মারা গেছেন ৭৯ জন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]