
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
২৩ আগস্ট, শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটির বাইরে) এক জন, চট্টগ্রাম বিভাগে (সিটির বাইরে) ১১ জন, ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১৭ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) দুজন রয়েছেন।
২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট নয় হাজার ৫২৯ জন ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ২৩ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৫৬ জন। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৭ শতাংশ নারী।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৭৭ জন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]