২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৫
প্রকাশ : ২০ জুন ২০২৪, ২১:০১
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।


২০ জুন, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তের সংখ্যা নিয়ে দেশে মোট কারোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ৮৬৭ জনে।


এ পর্যন্ত এই রোগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৯৬ জন।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এসময় ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের হার ৪ দশমিক ৩১ শতাংশ। সুস্থতা ও মৃত্যুর হার যথাক্রমে ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং ১ দশমিক ৪৪ শতাংশ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com