নতুন করে করোনা আক্রান্ত ১৫
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ২১:২৪
নতুন করে করোনা আক্রান্ত ১৫
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে করোনাভাইরাস পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও এখনও আক্রান্তের ধারা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।


১৪ জুন, শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


এতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। আক্রান্তদের ১৩ জনই ঢাকার বাসিন্দা। বাকি দুইজনের বাড়ি কক্সবাজারে।


এ নিয়ে চলতি এ পর্যন্ত সারাদেশে মোট ২০ লাখ ৫০ হাজার ৮০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৫ জনের। করোনার সঙ্গে লড়ে সুস্থ হয়েছেন মোট ২০ লক্ষ ১৮ হাজার ১৩৪ জন।


করোনা রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ, যা গতদিনের তুলনায় কম। গতকাল বৃহস্পতিবার ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। হার ছিল ৪ দশমিক ৫৮ শতাংশ।


দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৮০৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৯৮ দশমিক ৪১ শতাংশ রোগী।


২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারো মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৫ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।


অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১৬ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৮ হাজার ১৩৪ জন।


২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


বিজ্ঞপ্তিতে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেয়ার পরামর্শও দেয়া হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com