
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মশাবাহিত এ রোগে নতুন কারও মৃত্যুর খবর আসেনি।
২৯ মে, বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাতে এ বছর ২৯ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮১০ জন। এর মধ্যে ১ হাজার ৬৯৩ জন পুরুষ এবং ১ হাজার ১১৭ জন মহিলা রয়েছেন।
২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ২ হাজার ৬৭৮ জন ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং জন ১৯ জন মহিলা রয়েছেন।
চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ জনের।
মার্চ মাসে ৩১১ জন ভর্তি রোগীর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।
এপ্রিলে ৫০৪ জন ভর্তি রোগীর মধ্যে ৩ জন মারা যান।
মে মাসের ২৯ দিনে ৬০১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১০ জনের।
স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]